g মাদক সহ কারবারি আটক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

মাদক সহ কারবারি আটক

AmaderBrahmanbaria.COM
মে ২৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন মিয়া (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল তাকে আটক করে। তিনি বাসুদেব উত্তরপাড়ার মৃত জিল্লু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি অভিযানিক দল বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসেন মিয়াকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর