g সানি লিওনের সেই আইটেম গান প্রকাশ (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩০শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সানি লিওনের সেই আইটেম গান প্রকাশ (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১০, ২০১৭

---

বিনোদন প্রতিবেদক : বলিউডের পর সানি লিওন যে কলকাতার ‘শ্রেষ্ঠ বাঙালি’ নামে একটি বাংলা ছবির আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেটা সবারই কম-বেশি জানা। ইতিমধ্যে স্বপন সাহা পরিচালিত ছবিটির আইটেম গানেও নেচেছেন সাবেক এই পর্নোস্টার।

শুধু তাই নয়, গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে জি মিউজিক বাংলা চ্যানেলে প্রকাশ করা হয়েছে ২ মিনিট ৫৩ সেকেণ্ডের সেই গানটি।
অঞ্জন ভট্টাচার্য, মমতা শর্মা ও দেব নেগির গাওয়া এই গানটির সংগীতায়োজন করেছেন অঞ্জন ভট্টাচার্য। গানটির শিরোনাম ‘চাপ নিস না’। গানের দৃশ্যে সানি লিওনের সঙ্গে পারফর্ম করেছেন রিজু। সঙ্গে একদল নৃত্যশিল্পীও রয়েছেন।

‘শ্রেষ্ঠ বাঙালি’ ছবিটি প্রযোজনা করছেন পার্থ পবি। চলতি বছরের শেষ দিকে মুক্তির কথা রয়েছে ছবিটির। তার আগে দর্শক টানতে ইউটিউবে ছাড়া হয়েছে সানি লিওনের আইটেম গানটি।

এ জাতীয় আরও খবর