g সম্মিলিত প্রয়াসে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সংস্কৃতির ঐতিহ্যকে জাগিয়ে তুলতে হবে : পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩০শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সম্মিলিত প্রয়াসে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সংস্কৃতির ঐতিহ্যকে জাগিয়ে তুলতে হবে : পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১১, ২০১৭

---

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএ বার বলেছেন,সম্মিলিত প্রয়াসে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সংস্কৃতির ঐতিহ্যকে জাগিয়ে তুলতে হবে। সংস্কৃতির রাজধানী বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মাঝে সৌহার্দ সম্প্রীতি ভালবাসা রয়েছে। এখানকার মানুষ মানুষকে আপন করে নিতে পারে, বিভিন্ন কাজ করতে গিয়ে দেখিছি সৌহার্দ সম্প্রীতিতে মানুষকে একাকার হয়ে কাজ করে। এখানে কাজ করার নানা সুযোগ আছে। এ জেলায় কাজ করতে এসে নিজেকে কখনো বাইরের মনে হয়নি। যে কোন কাজে হাত দিয়েছি সেই কাজ সফল হয়েছে। সম্মিলিত ভাবে কাজ করার এমন দৃষ্টান্ত অন্য কোথাও তেমন নেই।তাই এখানে যতদিন থাকবো ততদিন ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্য নিবেদিতভাবে কাজ করবো। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির ঐতিহ্য বিকাশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভ’মিকা রাখার আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ললিতকলা একাডেমির উদ্যোগে শিল্পী সম্মিলিনী ও মানবতাবাদী হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে অনুভ’তিব্যক্ত কালে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সুর স¤্রাট আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে গত শনিবার রাতে তিতাস ললিত কলা একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেহেলী মাসুদ এর সভাপতিতেত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা লায়ন্সের সাবেক জেলা গভর্ণর , সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও,বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন।

তিতাস ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক , সাংবাদিক উব্রাহিম খান সাদাত এর পরিচালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ক্ষেত্রে অণুপ্রেরণা,আইন শৃঙ্খলা ও সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, আর্ত মানবতার সেবায় ভূমিকা রাখার জন্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পরে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ওস্তাদ আলী মোসাদ্দেক মাসুদ এর সঙ্গীত পরিচালনায় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে অংশগ্রহণ করেন শিল্পী ফারুক আহমেদ পারুল, মোঃ শাহাজাহান, জয়নাল, ফরিদ আহমেদ সাগর, শাহ আশা, মুনা ,প্রমি,সোমা ঘোষ, অভি। যন্ত্র সঙ্গীতে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু, আব্দুর রাহিম, প্রশান্ত সাহা, জেবিন, রানা।

এ জাতীয় আরও খবর