g ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুরে উপনির্বাচন অনুষ্ঠিত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুরে উপনির্বাচন অনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
মে ২৩, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক :  সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচন জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। উক্ত নির্বাচনে কোন অঘটন ঘটেনি। পর্যাপ্ত পরিমাণ ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলাবাহিনী ও  নেতৃত্বে নির্বাচনটি তদারকীকালে মোবাইল টিমে উপজেলা নির্বাচন অফিসার, রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। নির্বাচনে ২হাজার ৫শ’ ৪২ ভোটার ভোট প্রদান করেন। ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিকাল ৪টার পরে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন এতে বাবুল মিয়া (আপেল) মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর