g প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে মাদাম তুসোয় জায়গা করে নিলেন প্রভাস | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০১৭ ইং ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে মাদাম তুসোয় জায়গা করে নিলেন প্রভাস

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক :এখনও সপ্তাহ শেষ হয়নি৷ আর তার আগেই সাফল্যের শিখর ছুঁয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ ইতিমধ্যে বক্স অফিসে ৪৫০ কোটির টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ রিল লাইফে দুর্দান্ত সাফল্যের পুরস্কার রিয়েল লাইফে পেলেন অভিনেতা প্রভাস৷ যিনি এখন বাহুবলী নামেই বেশি পরিচিত৷ কী পুরস্কার? এবার মাদাম তুসো মিউজিয়ামে শোভা পাবেন ‘বাহুবলী’৷
ব্যাংককের জাদুঘরে ইতিমধ্যেই প্রভাবের মোমের মূর্তির উদ্বোধন করা হয়েছে৷ আর এ বিষয়ে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসানকেও পিছনে ফেলে দিলেন তিনি৷ প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে এই সম্মান পেলেন প্রভাস৷ ভারতীয় চলচ্চিত্র জগৎকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই তারকা৷ ‘সুলতান’, ‘দঙ্গল’-এর মতো সুপারহিট হিন্দি ছবিগুলিকেও মাত দিয়েছে বাহুবলী৷ ছবির কাহিনি থেকে গ্রাফিক্স, এডিটিং সবেতেই বিশ্লেষকদের নজর কেড়েছে এসএস রাজামৌলির এই বিগ বাজেটের ছবি৷ আর সেই কারণেই এই বিশেষ সম্মান দেওয়া হল প্রভাসকে৷

ব্যাংককের জাদুঘরে শোভা পাচ্ছে মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি৷ এছাড়াও লন্ডনের মাদাম তুসোয় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো হিন্দি সিনেমা জগতের তারকারা৷ সিনেপ্রেমীদের মনে প্রশ্ন জাগত, এত সাফল্য আর খ্যাতির পরও কেন দক্ষিণী সুপারস্টাররা জাদুঘরে জায়গা করে নিতে পারেননি কেন? তাঁদের প্রতীক্ষার অবসান ঘটেছে৷ এবার সেখানে প্রভাসের মোমের মূর্তি উজ্জ্বল হয়ে রয়েছে৷

গত বছরই মূর্তির জন্য প্রভাসের মুখের মাপজোপ নেওয়া হয়েছিল৷ তখন অভিনেতা জানিয়েছিলেন, “মাদাম তুসো আমায় বেছে নেওয়ায় আমি উচ্ছ্বসিত৷ আমার অগণিত ভক্তদের জন্যই এটা সম্ভব হয়েছে৷ তাদের ভালবাসা আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ৷ বাহুবলীর মতো বড় ভেনচারের সঙ্গে আমায় যুক্ত করায় গুরু রাজামৌলীর কাছেও আমি কৃতজ্ঞ৷”