ট্রেলারে প্রেমের নয়া সমীকরণ নিয়ে হাজির ‘ওকে জানু’ (ভিডিও)
---
বিনোদন ডেস্ক : গানে আছে- ‘পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, গোলে মালে, মালে গোলে, পিরিত কইরো না। ‘ কিন্তু, প্রেম করার ক্ষেত্রে কি আর কেউ সাত-পাঁচ ভাবে! মনে ধরলেই কুপোকাত।
আর পিরিতের জ্বর একবার কাউকে ধরলে তখন তা ছাড়ানো মুশকিল। এই মুশকিল আসানের আপ্রাণ চেষ্টা করছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। যত ‘ওকে জানু’ বলে সম্পর্ক শেষ করার চেষ্টা করছেন, ততই যেন আরও বেশি করে জড়িয়ে পড়ছেন। পরিচালক শাদ আলির যোগসাজশেই প্রেমের এই ফাঁদে পা দিয়েছেন দু’জনে।
‘আশিকি’ দিয়ে যে কাহিনি শুরু হয়েছিল, তা পরিণতি পেয়েছে মণিরত্নমের ‘ওকে কানমানি’র এই রিমেক ভার্সানে। বাড়তি পাওয়া নাসিরুদ্দিন শাহর লাভ টিপস। আর শেষে শুধু একটি প্রশ্ন? প্রিয়জনকে কোন নামে ডাকেন আপনি? গুগল সার্চ অপশনে গিয়ে টাইপ করুন OK jaanu vote। আর জানিয়ে দিন নিজের উত্তরটি।