শিশু কিশোর সংগঠন অংকুর এর যাত্রা শুরু উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় অংকুর নামে শিশু কিশোর সংগঠন সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে যাত্রা শুরু করেছে। গত শনিবার সংগঠনটির যাত্রাশুরু উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক অরবিন্দ দত্ত,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, কণ্ঠশিল্পী ও কবি রত্ন দত্ত দে, কণ্ঠ শিল্পী আসিফ ইকবাল খান, কবি রোকেয়া রহমান কেয়া,এডভোকেট হুমায়ূন কবীর,শেখ ফরিদ প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আনিছুল হক রিপন, শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস কাঁকন।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রত্ন দত্ত দে, আসিফ ইকবাল, আনিছুল হক রিপন, সম্রাট আহমেদ রবিন, সোহেল রানা, অপরাজিতা অপু, করবী চক্রবর্তী, কাঁকন মৃধা, দীপক বিশ্বাস, শিশুশিল্পী তুলি, রাধিকা, মীম ও নুহা। আবৃত্তি করেন সুমাইয়া শিমু, সোহেল রানা এবং নোহা।নৃত্য পরিবেশন করেন আতিয়া পারভেজ,আয়ূশী রহমার ও চন্দ্রিমা বনিক।যন্ত্র সংগীতে ছিলেন ইমতিয়াজ খান শ্যামল, আবদুর রাহিম,অন্তু।