শনিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২২শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রাথমিক শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণে মত বিনিময় ও আলোচনা সভা

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৮, ২০১৬

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষার গুনগত মান নিশ্চিত করণে প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিগনের সাথে মতবিনিময় ও আলোচনা সভার অনুষ্টিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি ।প্রধান আলোচক ছিলেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মতিয়র রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আুল খায়ের দুলাল,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসু ইসলাম,উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক,জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হান সিদ্দীক,জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সুমন রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্ট ুরঞ্জন সাহা ,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির,সোনারামপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন,উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নৌসাদ মাহমুদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মনির হোসেন প্রমূখ ।