রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বাতিলকৃত ভিসার সংখ্যা ৬০ হাজার নাকি ১ লাখ?

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ৭ মুসলিম প্রধান দেশের নাগরিকদের বাতিলকৃত ভিসার সংখ্যা কত, তা নিয়ে মার্কিন বিচার বিভাগ এবং সে দেশের পররাষ্ট্র দফতরের মধ্যে সংখ্যাগত গড়মিল দেখা গেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর খবরে এ কথা জানানো হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার একটি ফেডারেল আদালতে শুনানি চলার সময় বিচার বিভাগের এক অ্যাটর্নি জানান, ট্রাম্পের আদেশের পর ১ লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। তবে তার কিছুক্ষণ পরই পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ভিন্ন পরিসংখ্যান প্রকাশ করা হয়। পররাষ্ট্র বিভাগ জানায়, সত্যিকার অর্থে বাতিলকৃত ভিসার সংখ্যা ৬০ হাজারের চেয়ে খানিক কম। পররাষ্ট্র বিভাগের দাবি, বিচার বিভাগের উপস্থাপনকৃত সংখ্যা যথার্থ নয়। ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু ভিসা (যেমন-কূটনীতিক) এবং মেয়াদ শেষ হওয়া ভিসাকেও এ হিসেবের অন্তর্ভূক্ত করায় সংখ্যাটা বেড়ে গেছে বলে দাবি করা হয়েছে।
হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং চলার সময় ধন্দ আরও ঘনীভূত হয়। কেননা, ব্রিফিং চলার সময় প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এ ব্যাপারে স্পষ্ট করে কোনও তথ্য দিতে পারেননি। বিচার বিভাগের অ্যাটর্নির উপস্থাপনকৃত সংখ্যার ব্যাপারে জানতে চাওয়া হলে শন স্পাইসার বলেন, ‘এ ব্যাপারে আমি আপনাদের পরে জানাতে পারব। এ মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নাই।’
ভিসা প্রত্যাহারের এ সংখ্যা এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন আদালতে এ বিষয়ে একটি মামলার শুনানি চলছে। ইয়েমেনের দুই ভাইয়ের জন্য দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল মামলাটি দায়ের করেন। ইয়েমেনের বাসিন্দা ওই দুই ভাই গত শনিবার যুক্তরাষ্ট্র ভ্রমণের উদ্দেশে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ভিসা ফেরত নিতে তারা নিগ্রহের শিকার হয়। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পরেন এবং খুবই দ্রুত তাদের ইথিওপিয়ার একটি ফিরতি বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়।