রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের মানববন্ধন অনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

আমিরজাদা চৌধুরী : ভুলে ভরা পাঠ্য বই, পাঠ্য বইয়ে সাম্প্রদায়িকতা ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের নির্বাহী কমিটির সদস্য নিতীশ রঞ্জন রায়। এতে বক্তব্য রাখেন জেলা খেলা ঘরের সাধারন সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা জাসদের সভাপতি এডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা সম্মিলীত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির সভাপতি এনামুল হক কাজল প্রমূখ। মানববন্ধনে বক্তারা পাঠ্য বইয়ে এ ধরনের ভুলের তীব্র প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী জানান।