রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সরাইলে প্রাথমিক শিক্ষা বিষয়ক কর্মশালা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার শতভাগ ভর্তি নিশ্চিত করণের লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়েরের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগের উপপরিচালক তাহমিনা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, এমএমসি’র সভাপতি ছাদেক মিয়া, সাবেক যুবলীগ নেতা, প্রধান শিক্ষক উত্তম ঘোষ, কাউসার সুলতানা ও দুলাল চন্দ্র দাস প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক অংশ নেন। প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন প্রস্তাব রেখে বক্তব্য রাখেন বক্তারা।