রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সুশাসন প্রতিষ্ঠা না হওয়ায় সাংবাদিক হত্যা : এরশাদ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

পটুয়াখালী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। এ কারণেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে।

শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান।

সম্প্রতি দেশে যে কয়েকটি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে এ বিষয়ে আগামী সংসদ অদিবেশনে জাতীয় পার্টি এ বিষয়ে জানতে চাইবে বলেও জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

নির্বাচন কমিশনার গঠন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমি আগেও বলেছি, বর্তমান যে নির্বাচন কমিশনার রয়েছে তা মেরুদণ্ডহীন। এ কারণে তাদের সময়ে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

তবে সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে তাদের দিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আশা রাখি।

এর আগে এরশাদ পটুয়াখালী জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় তার সাথে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।