২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


সরাইলে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা


Amaderbrahmanbaria.com : - ২০.১২.২০১৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, সমবায় কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, ডাঃ মাজহারুল ইসলাম, প্রকল্পের জেলা প্রশিক্ষক আবদুল্লাহ আল-মুজাহিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সরাইল প্রেসক্লাবের সম্পাদক বদর উদ্দিন, অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল প্রমুখ। এতে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। কর্মশালায় অংশ গ্রহনকারী বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৭টি টেকসই উন্নয়নে বিভিন্ন সমস্যা ও অনিয়ম তুলে ধরেন। সংশ্লিষ্ট সরকারি দফতর প্রধানগণ সেই লক্ষ্যমাত্রা অর্জনে তাদের উল্লেখযোগ্য কর্ম কান্ডের ব্যাখ্যা দেন।





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close