নিজস্ব প্রতিবেদক : শীতের আগমন কিছুটা বিলম্বিত হওয়ায় জেলায় শীতের পোষাকের বিকিকিনি এখনও জমে উঠেনি। চলতি সপ্তাহে শীতের তীব্রতা কিছুটা বাড়ায় শীতের পোশাকের জন্য মানুষ বিভিন্ন বিপনী বিতান গুলোতে ভীর করছে।তবে সাধারণ ক্রেতাদেও দৃষ্টি ফুটপাতর দিকেই । প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ ভীড় করছে ফুটপাতগুলোতে । কয়েকজন ক্রেতা জনালেন এখানে ২০০ -৫০০ টাকার মধ্যে কেনা কাটার কাজটি হয়ে যাচ্ছে, যেখানে মার্কেটে একই জিনিষের দাম ক্রয়কগুন বেশী।ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে নভেম্বর মাস থেকেই চাদর ,সোয়েটার জ্যাকেট সহ পর্যপ্ত সংখ্যক শীতের কাপড় মজুত করা হয়েছে। শীত বাড়ার সাথে সাথে বিক্রিও বাড়বে বলে জানিয়েছেন দোকানীরা। ফুটপাতের কয়েক জন দোকানদার জানালেন ,আমরা মওসুমী ব্যসায়ী ,নভেম্বও থেকে জানুয়ারী এ ৩ মাস শীতের কাপড়ের ব্যবসা করি।নভেম্বর মাস থেকে শীতের পোশাক উঠালেও শীত না পড়ায় ব্যবসা তেমন ভাল যাচ্ছেনা। বর্তমানে ডিসেম্বর মাসের একটু শীত পড়ায় প্রতিদিন ৫-৬ হাজার টাকার মাল বিক্রি হচ্ছে ,এতে ৫-৭ শ টাকা লাভ হচ্ছে। তাদের দাবী কর্মচারী ও দোকান ভাড়া না লাগায় অল্প লাভ করেও তাদেও পুষিয়ে যাচ্ছে।