২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: মামলা হতে পারে আজ


প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: মামলা হতে পারে আজ


Amaderbrahmanbaria.com : - ২০.১২.২০১৬

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে মানবসৃষ্ট ত্রুটির ঘটনায় নাশকতা ছিল কিনা, তা খুঁজতে ফৌজদারি মামলা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলাপ করে কোন আইনে মামলা হবে, তা চূড়ান্ত করে মঙ্গলবার বিমান এ ঘটনায় মামলা করবে। সোমবার বিমানকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমান ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার বিমানমন্ত্রী কেবিনেট মিটিং শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফৌজদারি মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোন আইনে মামলা হবে তা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলাপ করে নির্ধারণ করবে বিমান। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানই ঠিক করবে কতজনকে আসামি করা হবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদ বলেন, ‘আমরা কাল মন্ত্রণালয়ে যাব। কী নির্দেশনা দেয় দেখব। এটা খুব সেনসিটিভ ইস্যু হওয়ায় এ নিয়ে আমি আর আলাপ করতে চাই না। আমি আর কিছু বলতে পারবো না।’

মামলার বিষয়ে এর আগে রবিবার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা তো হতেই হবে।’

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির ঘটনা মানবসৃষ্ট। এ ঘটনায় গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছ। একই সঙ্গে মানবসৃষ্ট এই সমস্যার বিষয়টি নাশকতা ছিল কিনা, তা তদন্তে আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ এসেছে। সেই পরামর্শের ভিত্তিতেই মামলা করা হচ্ছে।

এর আগে রবিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি মন্ত্রীর হাতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। বিকেলে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে প্রেস বিফ্রিং করেন। প্রেস বিফ্রিংয়ে মন্ত্রী বলেন, ‘ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় ত্রুটি লক্ষ্য করা গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক লোক সেখানে ঘোরাফেরা করছে। কারা এরা, কী ব্যাপার, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না।’

তদন্তে এসওপিতে (স্ট্যান্ডিং অপারেটিং প্রোসিডিউর) ত্রুটি পরিলক্ষিত হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ‘যাদের যেখানে যে কাজগুলো করার কথা ছিল, চেক লিস্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এগুলো করা হয়নি। এসওপিকে যুগোপযোগী করতে বলা হয়েছে ।’

মেনন বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির ঘটনা ‘মনুষ্যসৃষ্ট’। তবে এ ঘটনা ‘নাশকতা’ ছিল কিনা, তা জানতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে উড়োজাহাজটির অয়েল প্রেশারে সমস্যা ছিল এবং এর নাট-বল্টু ঢিলে অবস্থায় ছিল ।’’

মন্ত্রী বলেন,‘এ ঘটনায় কর্মকর্তাদের গাফিলতি ছিল। তবে নাশকতার উদ্দেশ্যে গাফিলতি ছিল কিনা তা তদন্তের জন্য আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তা নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তিনটি কমিটি একই ধরনের প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এ দুর্ঘটনা মনুষ্যসৃষ্ট ছিল।’

Loading...

বিমানমন্ত্রী বলেন, ‘যেহেতু শেখ হাসিনা কেবলই বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারেরও সদস্য। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখানে অন্য কোনও ইস্যু কাজ করবে না।’

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। অপর একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বুদাপেস্টে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তীতে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী।

এদিকে এ ঘটনা নিয়ে দুই দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ডসিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুত্ফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close