২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


চোখে ছানি পড়লে কী করবেন,জেনে নিন


Amaderbrahmanbaria.com : - ২০.১২.২০১৬

 

লাইফস্টাইল ডেস্ক :চোখে ছানি পড়লে এখন আর ভয়ের কিছু নেই। এখন এর উন্নত অনেক চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। এ বিষয়ে কথা বলেছেন ডা. আবদুল মান্নান। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

tips-binodon69-3
প্রশ্ন : একজন মানুষের চোখে ছানি পড়লে করণীয় কী?
উত্তর : ছানি নিয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষ ভয়ে থাকে। আসলে ছানি হওয়ার পর মেডিকেল কোনো চিকিৎসা নেই। সাধারণত ওষুধ বা চশমা দিয়ে ছানি প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে আমাদের একটি সুযোগ থাকে, ছানি যদি পড়ে যায়, তাহলে এর একমাত্র চিকিৎসা হলো সার্জারি। অস্ত্রোপচার বলতে মানুষ বিষয়টিকে যে রকম ভয় পায়, সে রকম বিষয়টি নয়। ছানি চিকিৎসার অনেক উন্নত ব্যবস্থা এখন আমাদের দেশে রয়েছে।

Loading...

ছানি পড়লেই যে অস্ত্রোপচার করতে হবে, সেটি কিন্তু নয়। ছানি পড়ার কারণে দৈনন্দিন জীবনে যেসব কর্মকাণ্ড আছে, সেগুলোতে যদি তার অসুবিধা হয়, সে ক্ষেত্রে আমরা সাধারণত ছানি অস্ত্রোপচারের পরামর্শ দিই। যেমন একজন কৃষক, তাঁর দূরে দেখার প্রয়োজন হয়; কাছে দেখার প্রয়োজন পড়ে না। হয়তো একজন লাইব্রেরিয়ান, তাঁর দূরে দেখার প্রয়োজন হয় না; কাছের জিনিস দেখতে হয়। তাঁর এই দৈনন্দিন জীবনের যদি কোনো অসুবিধা হয়, সে ক্ষেত্রে আমরা বলি তাঁকে সার্জারি করে নেওয়ার জন্য।





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close