নিউজ ডেস্ক : মালয়েশিয়ার পানি সরবরাহের প্রধান দুই কোম্পানি সাইবাস ও আইরের সাপ্লাই পাইপ মেরামত করা হচ্ছে। সে কারণে সোমবার সকাল ৮টা থেকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দেশটির রাজধানী কুয়ালালামপুর ও সেলাংগর রাজ্যের পিজে, ক্লাং, গোম্বাক, কুয়ালা লাংগাত, হুলি সেলাংগর ও কুয়ালা সেলাংগর এ পানি সরবরাহ বন্ধ থাকবে।
কোম্পানিগুলো চার দিন আগে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, রেস্তোরাঁ, কলকারখানা মালিক ও স্থানীয়দের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিলেও জানে না অনেক প্রবাসী বাংলাদেশি। তারা সকাল ৮টা থেকে হঠাৎ পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন। বন্ধ হয়ে যায় রান্না-বান্না। পানি সংরক্ষণ করে না রাখায় আগামী চার দিন বেশ ভালোই দুর্ভোগ পোহাতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
কেলাং এ বসবাসরত প্রবাসী মিজানুর রহমান জানান, পানি সরবরাহ কোম্পানিগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে আগে থেকে জানিয়েছিলেন। কিন্তু আমরা প্রবাসীরা অনেকেই জানতে পারিনি। অসচেতনার জন্যই এটা হয়েছে।