আন্তর্জাতিক ডেস্ক :জার্মানি, তুরস্ক ও সুইজারল্যান্ডে একই দিনে তিনটি হামলার ঘটনায় আতঙ্ক ও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷
তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করা হয়েছে। সুইজারল্যান্ডে একটি মসজিদে হামলায় তিনজন আহত হয়েছে। নামাজের সময় ওই হামলাকারী মসজিদে ঢুকে গুলি চালালে তারা আহত হয়।
জার্মানির রাজধানী বার্লিনে সোমবার রাতে ব্যস্ত ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে ঢুকে ১২ জনকে হত্যার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে৷ ঐ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত৷ লরির চালক সন্দেহে একজনকে আটক করেছে বার্লিনের পুলিশ৷ গাড়ির ভেতরে আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে৷ সন্দেহভাজন ট্রাক চালক পাকিস্তান বা আফগানিস্তান বংশোদ্ভূত আশ্রয়প্রার্থী বলে জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ ও দৈনিক ডি ভেল্ট৷ তিনি এ বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে এসেছেন বলে জানা গেছে৷ তবে কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি৷
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, পোল্যান্ড থেকে ইস্পাত নিয়ে ট্রাকটি ইটালিতে যাচ্ছিল, তবে সোমবার বিকেল ৫টায় ট্রাক চালকের সঙ্গে শিপিং কোম্পানির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷
এদিকে, তিন স্থানে হামলার ঘটনার সমালোচনা করে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্ত্রাসী’দের নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছেন৷ তিনি বলেন, ‘‘আইসিস সহ অন্যান্য ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীগুলো জিহাদের অংশ হিসেবে তাদের সমাজে বসবাসরত খ্রিষ্টানদের নিয়মিতভাবে হত্যা করছে৷’’