২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


আটক ড্রোনটি যুক্তরাষ্ট্রকে ফেরত দিল চীন


Amaderbrahmanbaria.com : - ২০.১২.২০১৬

 

Loading...

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ চীন সাগর থেকে আটক মার্কিন আন্ডারওয়াটার ড্রোনটি সমঝোতার মাধ্যমে ওয়াশিংটনকে ফেরত দিয়েছে চীন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর ড্রোনটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর সহজভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন ড্রোনটি আটক করে চীন। তবে কি কারণে চীন ড্রোনটি আটক করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, মার্কিন গবেষণা জাহাজ- ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসেবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল। ফিলিপাইনের কাছে আন্তর্জাতিক জলসীমায় তথ্য সংগ্রহ করছিল চালকবিহীন ডুবোযানটি। তখন চীনের সৈন্যরা একটি ছোট নৌকায় এসে যানটি ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ড্রোন আটকের ঘটনায় চীনের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের পর চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত এ প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে সম্পাদকীয় লেখা হয়।





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close