ব্যাটিং দানব ক্রিস গেইল ঢাকায়
স্পোর্টস ডেস্ক : বিপিএলের শেষ চারে ওঠার লড়াই আরও জমজমাট করতে নিজ দল চিটাগাং ভাইকিংসের সঙ্গে যোগ দিতে শুক্রবার ঢাকায় এসেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
সব ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর রোববার মাঠে নামবেন ক্রিস গেইল। টুর্নামেন্টের বাকি সব ম্যাচেই চিটাগাংয়ের হয়ে খেলার কথা রয়েছে তার।
চিটাগাং ভাইকিংস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। এদিকে রোববার এবারের আসরে দারুণ খেলা রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে চিটাগাং। তবে রংপুর সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো দলের অন্যতম খেলোয়াড় শহীদ আফ্রিদি খেলবেন না আগামী তিন ম্যাচে।