নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ৩টি কমিটি তদন্ত করছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মধুবাগস্থ শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কামাল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এসব কমিটির সদস্যরা ইতোমধ্যে নাসিরনগরে গেছেন, তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন বলে তিনি আশাবাদী।
‘এ দেশে উগ্রবাদীর স্থান নেই-হবেও না’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলাকারী এবং এ হামলার উস্কানিদাতা যেই হোক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না। জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখিন করা হবে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।’
তিনি আরও বলেন, ওই এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।