অনলাইন ডেস্ক : কেউ যদি একাকী হন এবং নতুন করে সম্পর্কে জড়ানোর অপেক্ষায় থাকেন তাহলে সাধারণত তাদের হাতে তারা তাদের সঙ্গীর মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য দেখতে চান বা চান না তার একটা প্রস্তুত তালিকা থাকে।
আর তাতে সশস্ত্র হয়ে তারা মি. বা মিসেস রাইট এর সন্ধান শুরু করেন। সাম্প্রতিক এক গবেষণা মতে, এমন কিছু নির্দিষ্ট ও বিশেষ ব্যক্তিত্ব বৈশিষ্ট্য আছে যেগুলো পুরুষ এবং নারীরা তাদের সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে দেখতে চান না। আর এগুলোকেই তারা সম্পর্কের চুক্তি ভঙ্গকারী বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করেন।
দীর্ঘমেয়াদি কারণগুলোঃ-
তরুণ একাকী লোকদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে লোকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন অসততা এবং মিথ্যা কথা বলার কারণে। রাগ ও আবেগ সামলানো এবং একাধিক সঙ্গী থাকার ব্যাপারে নিরুদ্বেগ বা শিথিল হওয়ার মতো গুরুতর ইস্যুতে সমঝোতা করতে না পারার কারণেও সম্পর্ক ভেঙে যায়। এ ছাড়া সঙ্গী বা সঙ্গিনীর প্রতি মনোযোগী এবং যত্নবান না হওয়া বা মাদকাসক্তি প্রভৃতি কারণেও সম্পর্ক ভেঙে যেতে পারে।
সংক্ষিপ্ত মেয়াদি কারণগুলোঃ-
সংক্ষিপ্ত মেয়াদি সম্পর্কের ক্ষেত্রে বেশির ভাগ পুরুষ এবং নারী অনুভব করেন, অপরিষ্কার, অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন চেহারা-সুরত সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণগুলোর অন্যতম। যৌনবাহিত রোগ এর মতো গুরুতর স্বাস্থ্য ইস্যুগুলো কেউই মেনে নিতে পারেন না। একইভাবে মেনে নেওয়া যায় না বর্ণবাদী, অলস ও অসাবধানী চারিত্রিক বৈশিষ্ট্য। পুরুষ এবং নারীরা এমন সঙ্গী বা সঙ্গিনীর ব্যাপারেও আতঙ্কে থাকেন যাদের আবেগগত প্রয়োজনীয়তা বেশি।
সম্পর্ক ভাঙার বৈশিষ্ট্যমূলক কারণগুলো কী?
যে বৈশিষ্ট্যগুলো কোনো ব্যক্তির সম্পর্ক গড়ার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে কাজ করে সেগুলো হলো :
নারীদের যে বৈশিষ্ট্যগুলো সম্পর্ক ভাঙার পেছনে কারণ হিসেবে কাজ করে
১. অপরিষ্কার চেহারা-সুরত
২. রসবোধের অভাব
৩. বাজে যৌনতা
৪. বেশি টিভি দেখা বা ভিডিও গেমস খেলা
৫. সব সময়ই খুব চুপচাপ থাকা
৬. চরম ক্রীড়াবিদ
পুরুষদের যে বৈশিষ্ট্যগুলো সম্পর্ক ভাঙার পেছনে কারণ হিসেবে কাজ করে
১. দুর্বল আত্মবিশ্বাস
২. অতিদূরে থাকা
৩. যৌনাকাঙ্ক্ষা কম হওয়া
৪. বেশি কথা বলা
৫. একদমই ক্রীড়াবিদ না হওয়া
৬. খুব বেশি অলস হওয়া