নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে লরিচাপায় দুই প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে মান্দাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, দ্রুতগামী লরির চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।
চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, নিহত দুজনই ‘গ্যামন পিটিই লিমিটেড’ নামের একটি নির্মাণ কম্পানিতে কাজ করতেন। দুর্ঘটনার পর লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়।
এ ব্যাপারে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা বাংলার কণ্ঠের সম্পাদক একে এম মোহসীন জানান, নিহতদের মধ্যে একজনের নাম আনিস, তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে। অপরজনের নাম আব্দুস সালাম ওরফে নুরে আলম। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রায়। জানাজার পর তাদের লাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে সিঙ্গাপুরে রিয়াদ হোসেন (২৩) নামের আরও একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ঘটে।