নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ফের হিন্দুপল্লীতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে অন্তত পাঁচটি বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে সংকরপাড়ার ২টি, বণিকপাড়ার ১, ঠাকুরপাড়ার ১টি ও পশ্চিমপাড়ার ১টি ঘর পুড়ে গেছে।
এদিকে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত রবিবার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননামূলক একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে নাসিরনগরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।
তারা মন্দির, হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা ও ভাঙচুর করে।
এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ চরম আতংকে রয়েছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।