লালমনিরহাটে ছাত্রলীগ নেতা হত্যার প্রধান আসামির আত্মসমর্পণ
নিউজ ডেস্ক : লালমনিরহাটের ছাত্রলীগ নেতা মশিউর রহমান মুশফিক (২৩) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন (২২) আদিতমারী থানায় আত্মসমর্পণ করেছেন। শনিবার রাত ৮টার দিকে আদিতমারী থানায় আত্মসমর্পণ করেন তিনি।
নাজিম উদ্দিন আদিতমারী উপজেলার ভাদাই (খোলাহাটি) এলাকার মৃত আহসান হাবীবের ছেলে। লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুসফিক হত্যা মামলার প্রধান আসামি।
আদিতমারী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, রাত ৮টার দিকে একজন ছেলে নিজেকে নাজিম উদ্দিন পরিচয় দিয়ে তাকে (ডিউটি অফিসার) বলেন, আমি মুসফিককে হত্যা করেছি। আমাকে গ্রেপ্তার করুন।
এ হত্যা মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আদিতমারী থানায় আত্মসমর্পণ করায় ছাত্রলীগ নেতা মুসফিক হত্যা মামলার তিন আসামিই গ্রেফতার হলো।