রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

৮৪৮টি কলেজে সবাই পাস, ফেল ২৫টি প্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক : এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দশটি শিক্ষা বোর্ডে ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, এবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১৮আগস্ট) দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

1471512810সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এইচএসসি ও সমমানে ৮ হাজার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এই সংখ্যা গতবারের চেয়ে কম।

গতবার ১ হাজার ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিলেন। আর এবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৩৫টি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়।

এইচএসসিতে ১০ লাখ ৭ হাজার ৫৩ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭ লাখ ২৯ হাজার ৮০৩ জন। মাদ্রাসা বোর্ডে ৮৯ হাজার ৬০৩ জনের মধ্যে পাস করেছে ৭৯ হাজার ২০ জন। কারিগরি বোর্ডে এক লাখ ২ হাজার ২৪৮ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৮ হাজার ২৯৬ জন।এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ৯ জুন শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মে’র এইচএসসি পরীক্ষা পিছিয়ে ১২ জুন নেওয়া হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২২ জুন।

Print Friendly, PDF & Email