বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

যশোরে নৌকা প্রতীকের অফিসে বোমা হামলা

 
নিজস্ব প্রতিবেদক : নৌকা প্রতীকের কার্যালয় হিসেবে ব্যবহার হওয়া যশোরের শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শাড়াতলা বাজারে এ বোমার বিস্ফোরণ ঘটে।

news_img-1

 

ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মুঠোফোনে জানান, আওয়ামী লীগের অফিসটি এখন নৌকা প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক বকুলের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদিন রাত ৯টার দিকে কে বা কারা এসে সেখানে বোমা নিক্ষেপ করে। এ বোমার বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না হলেও অফিসের মধ্যে কিছুটা ঝলসে গেছে। সেখান থেকে বিস্ফোরিত বোমার জালের কাটি উদ্ধার করা হয়েছে।

 

ওবায়দুর রহমান আরও বলেন, বোমার বিকট শব্দে আশপাশের লোকজন সেখানে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুল আকতার মুঠোফোনে বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক ছড়াতেই এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত পর্যন্ত কেউ আটক হয়নি এবং কাউকে শনাক্ত করা যায়নি।

 

 

নৌকা প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক বকুল জানান, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই বোমা হামলা করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তবে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে তিনি প্রশাসনকে অনুরোধ করেন।