বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বুধবার সারা দেশে জ্বালানি ধর্মঘটের আল্টিমেটাম

17726-untitled-1নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার বাইপাস সড়কস্থ সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা ও লুটপাট এবং থানায় মামলা না নেয়ার ঘটনায় বুধবার থেকে সারা দেশে জ্বালানি খাত তথা তেল-গ্যাস উত্তোলন, পরিবহন, মজুদ ও বিক্রিতে ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছে।

এদিক সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা, লুটপাট ও থানায় মামলা না নেয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলে।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা পৃথক বিবৃতিতে আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন, মামলা গ্রহণ না করলে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধ রেখে অবিরাম ধর্মঘট পালন করা হবে।

গত সোমবার সিলেট বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসীরা কয়েক দফা হামলা, ভাঙচুর ও নগদ প্রায় ৪ লাখ টাকা লুটপাটের ঘটনা ঘটে।