শুক্রবার, ২২শে ডিসেম্বর, ২০১৭ ইং ৮ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

‘মুসাফির’ সিনেমার সাড়ে তিন মিনিটের আলোড়ন সৃষ্টিকারী ভিডিও

AmaderBrahmanbaria.COM
মার্চ ৫, ২০১৬

---

musa-jugantor_6015বিনোদন প্রতিবেদক : এসময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ততম নায়ক আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মুসাফির’ মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ এপ্রিল ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

তবে সিনেমা মুক্তির আগে গত ৩ মার্চ সিনেমার দ্বিতীয় ট্রেইলার ইউটিউবে প্রকাশ পেয়েছে। ৩ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি দর্শকদের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন নবাগত মারজান জেনিফা। ছবিতে আরও আছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ।

দ্বিতীয় ট্রেইলারে ব্যাপক অ্যাকশান দৃশ্যে দেখা যায় সিনেমার সব অভিনয়শিল্পীদের।

‘মুসাফির’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আশিকুর রহমান। ছবিটি পারিচালনাও করেছেন তিনি। ‘মুসাফির’ ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস।

সিনেমায় একজন পেশাদার খুনির চরিত্রে দেখা যাবে শুভকে। ছবিতে প্রেম, কমেডি আর অ্যাকশন সবই রয়েছে বলে জানিয়েছেন পরিচালক আশিকুর রহমান।

এ ছবিতে খল চরিত্রে দেখা যাবে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী সিন্ডি রোলিংকে। ঢাকাই চলচ্চিত্রে সিন্ডি রোলিং নতুন মুখ নন। সিন্ডিকে ‘কমন জেন্ডার-দ্য ফিল্ম’, ‘পাইরেটস-দ্য ব্লাড সিক্রেট’, ‘চোরাবালি‘ ও ‘কিস্তিমাত’ চলচ্চিত্রের আইটেম গানে নাচতে দেখা গেছে।

‘মুসাফির’ আশিকুরের পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। সিনেমার শুটিং শুরু হয় গত বছরের মার্চে। গত ২৮ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।

সিনেমাটির প্রথম ট্রেইলর অনেক আগেই ইউটিউবে মুক্তি পেয়েছিল। ওই ট্রেইলরটিও দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে।

এ জাতীয় আরও খবর

  • রুবেলের প্রশংসায় উমর আকমল!রুবেলের প্রশংসায় উমর আকমল!
  • রাখাইনে সেনা অভিযানে চীনের সমর্থন!রাখাইনে সেনা অভিযানে চীনের সমর্থন!
  • খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না কালখালেদা জিয়া আদালতে যাচ্ছেন না কাল
  • আত্মহত্যার জন্য আমিই তাকে প্ররোচিত করি : বেনিংটনের স্ত্রীআত্মহত্যার জন্য আমিই তাকে প্ররোচিত করি : বেনিংটনের স্ত্রী
  • ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প, ডেমোক্র্যাট দুর্গ বাঁচাতে মরিয়া হিলারিঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প, ডেমোক্র্যাট দুর্গ বাঁচাতে মরিয়া হিলারি
  • খুব অল্প সময়ের মধ্যে খুলবে ফেসবুক : পলকখুব অল্প সময়ের মধ্যে খুলবে ফেসবুক : পলক
  • জাপান সাগরে ফের উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপজাপান সাগরে ফের উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপ
  • কসবা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জানে আলমের বিরুদ্ধে ভূয়া সনদে ১৪ বছর যাবত চাকুরী করার অভিযোগকসবা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জানে আলমের বিরুদ্ধে ভূয়া সনদে ১৪ বছর যাবত চাকুরী করার অভিযোগ
  • ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহতইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত
  • সশস্ত্র বাহিনীর ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয়: প্রধানমন্ত্রীসশস্ত্র বাহিনীর ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয়: প্রধানমন্ত্রী
  • সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ আখাউড়াবাসীরসংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ আখাউড়াবাসীর
  • পরীর ‘ভালোবাসা গুনাহ হ্যায়’পরীর ‘ভালোবাসা গুনাহ হ্যায়’