সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় এডভোকেসি সভা অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আখাউড়ায় এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শাহনাজ বেগম, ডা. শায়লা আক্তার, মেডিকেল টেকনোলজিষ্ট রতন চন্দ্র সাহা, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম প্রমুখ।

সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান বলেন, আগামী ২৩ ডিসেম্বর সারা দেশের ন্যায় আখাউড়া উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ১২৮টি কেন্দ্রে  ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর আখাউড়ায় প্রায় ২৬ হাজার শিশুকে ক্যাম্পসুল খাওয়ানোর প্রস্তুতি রয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন