নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আগামী ২৩ ডিসেম্বর‘১৭ইং অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড)উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেরিন সুলতানা,মেডিকেল অফিসার ডাঃ সোয়েব শাহরিয়ার,ডাঃ আওয়াতি ইবনে মতিন,ডাঃ কাওসার হাবিব, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি কাজী মাহবুবুর নবী ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশিদ । অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
