সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রংপুরে জয়ের পথে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে রয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল)প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

১৯৩টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মোস্তাফিজুর রাহমান ১ লাখ ১৮ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৪২ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২১ হাজার ৯৫৬ ভোট।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে এখনও চলছে ভোট গণনা।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা।

সকাল সাড়ে ৯টার দিকে শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

সকাল ১০টা ২০ মিনিটে সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

সকাল ৯টা ২০ মিনিটে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির মেয়রপ্রার্থী কাওছার জামান বাবলা।

রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০৩ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

৩৩ ওয়ার্ডে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন ছিল।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?