সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নেইল ম্যাকেঞ্জি টাইগারদের ব্যাটিং কোচ?

স্পোর্টস ডেস্ক : প্রধান কোচ নিয়োগ দেওয়ার আগেই ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি।

গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়া ম্যাকেঞ্জি বাংলাদেশের বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করেছিলেন। সব ঠিক থাকলে তিনিই নাকি হতে যাচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ!
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। ব্যাটসম্যান হিসেবে বেশ নাম করেছিলেন। কোচ হিসেবেও সফল। সূত্র জানিয়েছে. আসন্ন তিন জাতি ও শ্রীলঙ্কা সিরিজের আগেই কাজে যোগ দিতে পারেন ম্যাকেঞ্জি।

প্রধান কোচ নিয়োগ দেওয়া নিয়ে বেশ সময় নিচ্ছে বিসিবি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক তারকা গ্যারি কারস্টেনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন রিচার্ড হ্যালসল, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন কোচ সুনীল যোশি।

অবশ্য কারস্টেনকে নিয়ে একটা সমস্যাও আছে।

কারণ ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো এই কোচ আগামী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিয়েছেন। সুতরাং তাকে সবসময় পাওয়াটাও কঠিন। তবে যদি বছরে ৬ মাস সময়ও দিতে পারেন কারস্টেন, তাতেই নাকি সন্তুষ্ট বিসিবি। এজন্য বিসবিকে অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর