পুরুষদের লিগে মাঠে নামলেন মহিলা ফুটবলার!
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের একটি জনপ্রিয় খেলা। তবে আমরা জানি যে নারী-পুরুষ উভয়েরই এই খেলার অধিকার রয়েছে।
কিন্তু একই ম্যাচে নারী-পুরুষ একসাথে! হ্যা, সম্প্রতি পুরুষদের লিগে প্রথম মহিলা ফুটবলার হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়লেন তানভি হান্স।
আরও : কী হয়েছে পরীমণির?
ব্রিটেনে বড় হওয়া ভারতীয় বংশভুত এই নারী ফুটবলারের ভারতীয় মহিলা দলে খেলার স্বপ্ন থাকলেও ভারতীয় নাগরিকত্ব না থাকায় তা পূরণ হয়নি। তবে ভারতে লিগের ম্যাচ খেলতে এসে দারুন এক চমক দেখালেন তানভি। দ্য অ্যামেচার লিগে কাল্ট এফসি দলে শুধু জায়গাই করে নেননি, দলের নেতৃত্বও দিলেন তিনি। যে দলের বাকি সব ফুটবলারই পুরুষ।
সব পুরুষ ফুটবলারদের লড়াইয়ে একমাত্র মহিলা ফুটবলার হিসেবে ম্যাচের শুরু থেকেই নজর কাড়েন তানভি। যদিও টুর্নামেন্টে ভাওকালি এফসির কাছে ১-২ গোলে হেরে যায় তার দল।
এ জাতীয় আরও খবর

আর্জেন্টিনা-ব্রাজিল ‘ভাই-ভাই’

ফেবারিটদের কী হলো?

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড
