সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

গোসলের সময় মাথায় যা আসে

লাইফস্টাইল ডেস্ক : মেয়েদের নিয়ে ছেলেদের একটু বেশিই আগ্রহ থাকে। তারা কখন কী করে। কিভাবে ঘুমায়, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে। এমনকি কিভাবে গোসল করে এবং তখন মেয়েরা কী চিন্তা করে এমনটাও অনেকে ভাবে। সেই উত্তর নিয়েই আজকের আলোচনা। আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিন।

১. আমার ওয়েক্সিং করানো খুবই জরুরি। কিন্তু করাটা ঠিক হবে কি না বুঝছি না!

২. নতুন এই বডিওয়াশটার অনেক সুন্দর ঘ্রাণ। এখন থেকে এটাই কিনব।

৩. আমি যদি একটু অনুশীলন করতাম তাহলে অনেক বড় শিল্পী হতাম! আসলে আমি অনেক ভালো গান গাই।

৪. আজ কি চুল ধোয়ার প্রয়োজন আছে? থাক দরকার নেই। আরো দুদিন না করলেও চলবে।

৫. পানি অনেক গরম। গিজারটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না।

৬. মাত্র দুই মিনিট আছে। এখন কি চুলে কন্ডিশনার লাগানো ঠিক হবে? এমনিতেই আমার দেরি হয়ে গেছে।

৭. ইদানীং চুল ধোয়ার সঙ্গে সঙ্গেই অনেক চুল পড়ে যাচ্ছে। কালই পার্লারে যেতে হবে।

৮. আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। আমার ব্যায়াম করা প্রয়োজন।

৯. আজকে তোয়ালে ভেজা না তো? আমি ভেজা তোয়ালে দিয়ে শরীর মোছা একেবারেই পছন্দ করি না।

১০. পুরো বাথরুম ভিজে আছে। ভেজা বাথরুমে গোসল করতে আমার অস্বস্তি লাগে।

Print Friendly, PDF & Email