বাংলাদেশের মেয়েরা ভারতকে উড়িয়ে দিল
স্পোর্টস ডেস্ক : র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা ভারতকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। ফাইনালের আগে ৩-০ গোলের এই জয়ে নতুন করে উদ্দীপ্ত করে দিল আনুচিং মারমা, শামসুন্নাহার ও মনিকা চাকমাদের।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
এই তিন তারকাই আজ ভারতের বিপক্ষে গোল তিনটি করেছেন। পুরো ম্যাচ বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে গোল আরও কয়েকটি হতে পারত।
এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ফেবারিটদের কী হলো?

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?
