সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বেশি নারী ভোটারের উপস্থিতি

প্রথমবারের মত দলীয় প্রতীকে ভোট গ্রহণ চলছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে। বহৃস্পতিবার সকাল আটটায় ভোট শুরু হয়েছে, চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। লাইন ধরে সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছেন।সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। সাংসারিক কাজের জন্যই তারা তাড়াতাড়ি ভোট দিতে এসেছেন।

অনেকেই তাদের পরিবারের বয়োঃবৃদ্ধদের ভ্যানে করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন। নগরীর ২১ নং ওয়ার্ডের দেওয়ানটুলী সরকারি বিদ্যালয়ের কেন্দ্রে ভোট শেষে এক তরুণী পরিবর্তন ডটকমকে বলেন, ‘এবারই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভালোভাবে ভোট দিতে পেরেছি। কোনো আতঙ্ক অনুভব করিনি।’

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

রসিক নির্বাচনে এবার মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শীর্ষ তিন দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলা আলোচনার শীর্ষে রয়েছেন।

নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?