g ছদ্মবেশে ঘুরে দেখুন, জনগণ কেমন আছে: রওশন এরশাদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ছদ্মবেশে ঘুরে দেখুন, জনগণ কেমন আছে: রওশন এরশাদ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

Hasina-rowson-400x262বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, আপনি একবার ছদ্মবেশে বের হয়ে দেখুন, জনগণ কেমন আছে? নিজ চোখেই দেখতে পাবেন। মানুষ কত কষ্ট করে বসবাস করছে।
সোমবার জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রওশদ এরশাদ এ কথা বলেন।
রওশদ এরশাদ বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য জাতীয় পার্টি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিতভাবে চেষ্ট করতে হবে। কারণ আমরা চাই ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ভেজাল মুক্ত খাদ্য চায় জনগণ। এ বিষয়টি কেউ খতিয়ে দেখছে না। ২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে দেশবাসীকে ভেজাল মুক্ত খাবার খাওয়াতে হবে। আমরা দেশের ময়লা সরাতে পারছি না, কিভাবে এ দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করবেন? উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব দূর করতে হবে।
বিরোধীদলীয় এই নেতা বলেন, পাশ্ববর্তী দেশ ভারত, চায়না’র সঙ্গে আরো ভাল সর্ম্পক গড়ে তুলতে হবে। মনে রাখবেন বন্ধুত্ব বদলানো যায় প্রতিবেশী বদলনো যায় না।
রওশন এরশাদ শিক্ষার বাণিজ্যিকিকরণের সমালোচনা করে বলেন, শিক্ষা হচ্ছে এখন বিনিয়োগের বড় জায়গা। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
রওশন এরশাদ আরো বলেন, জনগণের ৫ টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। জাতীয় সংসদের বিরোধীদল হিসেবে আমরা চাই সরকার জনগণের এই ৫ টি মৌলিক বিষয় নিয়ে কাজ করবেন এবং গুরুত্ব দিবেন। এছাড়া মন্ত্রীদের প্লট বরাদ্দ দেয়ার দাবি জানান তিনি।

আমাদের সময়.কম