g প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৬, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : অসুস্থতার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এছাড়া সুপ্রিম কোর্টের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিবারের সদস্যদের কয়েকজন শুক্রবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।

শুক্রবার বেলা এগারোটার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর তিনি সেখান থেকে বের হন।

এর আগে সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। পরে আলাদা করে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রারও সাক্ষাৎ করেন তার সঙ্গে।
এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ জাতীয় আরও খবর