g তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরে বিতর্কে কনে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরে বিতর্কে কনে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৬, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : আশা ছিল গিনেস বুকে রেকর্ড গড়বেন। সেই আশা এখন বিপত্তির কারণ হতে চলেছে। তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরে বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার বিউটিশিয়ান। বিতর্কের কারণ, ওই তিন মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশো শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল ক্যান্ডি। ওই শাড়ি পরিহিত বিউটিশিয়ান দাবি করছেন এটিই বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি।

দ্বীপরাষ্ট্রের অন্যতম শহর ক্যান্ডির রাস্তায় দীর্ঘ শাড়ি পরে ঘুরছেন কনে। সেই শাড়ির আঁচল ধরে রেখেছে ক্ষুদে পড়ুয়ার দল। এমনই ছবি ভাইরাল হয়। তারপরেই বিতর্ক শুরু।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। কেন শিশুদের এই কাজে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ। অভিযোগ, তিন মাইল লম্বা শাড়ি ধরতে প্রবল গরমে রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা শিশুদের দাঁড় করিয়ে রাখা হয়। কেন এমন করা হল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।