g দীপিকা এড়িয়ে চললে আমি পাগল হয়ে যাব : কঙ্গনা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

দীপিকা এড়িয়ে চললে আমি পাগল হয়ে যাব : কঙ্গনা

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৬, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক : কঙ্গনা ও হৃত্বিক রোশনের মধ্যে গোপন সম্পর্ক এবং মেইল আদান-প্রদানের কীর্তি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এবার হৃত্বিককে করা কঙ্গনার আরো একটি মেইল প্রকাশ পেয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বলিউড ‘কুইনের’ একটি মেইল। সেই মেইল অনুযায়ী, সেখানে দীপিকা পাডুকোনের প্রসঙ্গ তুলেছেন কঙ্গনা।

তার ভাষায়, ‘দীপিকা কেন কথা বলছেন না? গত ৪ দিন ধরে দীপিকা যেভাবে এড়িয়ে চলছে, আর বেশিদিন এইভাবে চললে আমি পাগল হয়ে যাব। ’ শুধু তাই নয়, তার এই মুহূর্তে কী করা উচিত, সে বিষয়েও হৃত্বিকের কাছে পরামর্শ চান কঙ্গনা।

‘সিমরন’ অভিনেত্রীর ওই মেইল সামনে আসার পর ফের জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি দীপিকা। শুধু দীপিকাই নন, সম্প্রতি কঙ্গনার মেইলে উল্লেখ ছিল ‘আর কে’-র নামও।

আর ওই মেইল প্রকাশ্যে আসার পর রণবীর কাপুরের নাম নিয়ে বি টাউনে কানাঘুষা শুরু হয়। কঙ্গনার মেইলে যে ‘আর কে’ অর্থাৎ মিস্ট্রি ম্যানের সঙ্গে সম্পর্কের উল্লেখ রয়েছে, তিনি কি রণবীর কাপুর? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। সূত্র: জিনিউজ