g প্রধান বিচারপতিকে নিয়ে কাদেরের পাল্টা প্রশ্ন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধান বিচারপতিকে নিয়ে কাদেরের পাল্টা প্রশ্ন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৭, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসার জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশন আর পূজাতে বাইরে যাওয়া প্রমাণ করে প্রধান বিচারপতি গৃহবন্দি নন। তিনি বলেন, ‘গৃহবন্দি করা হলে তিনি স্বাধীনভাবে এ দুটি কাজ কী করে সম্পন্ন করলেন?’

শুক্রবার আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সিরাজ মিয়ার জানাজায় অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে তাঁর স্ত্রীকে নিয়ে শ্রদ্ধা জানাতে গেলেন কেমন করে? অস্ট্রেলিয়ান হাইকমিশন অফিসে ভিসার জন্য তিনি হাজিরা দিলেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ আহমেদের মুখে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল বা ভুয়া এটা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো।’

গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাঁকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর