ফেসবুক ব্যবহারে মিলতে পারে চাকরি
---
শুধু পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতেই যে ফেসবুক ব্যবহার করা হয়, সে কনসেপ্ট এখন অতীত৷ সোশ্যাল মিডিয়া-স্যাভিরা এখন চুটিয়ে চাকরি করছেন৷ আর এই ‘ট্রেন্ড’কে দিশা দেখাচ্ছে বেঙ্গালুরু৷ দেশের আইটি হাবের শহরে এখন ‘কুল’ প্রফেশন সোশ্যাল মিডিয়া ম্যানেজার৷
কী কাজ এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের? প্রথমেই বলে রাখা ভাল, ১০টা-৫টার চাকরি খুঁজছেন যাঁরা, তাদের ‘কাপ অফ টি’ নয় এ চাকরি৷ তবে যাঁরা সোশ্যাল মিডিয়ায় ‘কনটেন্ট আপলোড’-এ ওস্তাদ তাদের ব্যপক সুযোগ রয়েছে এ চাকরিতে৷ একটি সংস্থার সামাজিক ভাবমূর্তি গড়ে তোলে সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা৷ কোনও সংস্থার প্রাক বাছাই করা টার্গেট অডিয়েন্সকে আকর্ষণ করতে ফেসবুক পেজের জুড়ি নেই৷ ফেসবুকে সংস্থার সুনাম, ভাবমূর্তি গড়ে তোলা ও ধরে রাখা, গ্রাহকদের সমস্যার উত্তর দেওয়া (কমেন্টে বা মেসেজে), আকর্ষণীয় পোস্ট করাই একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ৷ অপনি যখন কোনও জনপ্রিয়, ‘ভেরিফায়েড’ পেজ থেকে ‘রিপ্লাই’ পান, মাথায় রাখবে সেই ‘রিপ্লাই’ করছেন কোনও না কোনও সোশ্যাল মিডিয়া ম্যানেজার৷
এখন প্রশ্ন হল কারা এই চাকরিতে যোগ দিচ্ছেন? বেঙ্গালুরুর এক সোশ্যাল মিডিয়া ম্যানেজার হেলেন ইসার জানাচ্ছেন, কলেজ ফ্রেশার্সরা দিনরাত ফেসবুক করে৷ তাঁরা এটাকে চাকরি বলে ভাবতে পারেন না৷ কিন্তু সদ্য স্নাতক, মহিলা ও সদ্য মায়েরা এই চাকরিতে আগ্রহ দেখাচ্ছেন৷ মূলত বিজ্ঞাপনে যাদের আগ্রহ রয়েছে বা কর্মরত, তাদের কাছে আরও সুবিধাজনক এই চাকরি৷ প্রতি মাসে ১৫ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করা কোনও ব্যাপারই নয় এই চাকরিতে৷