শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ভূকম্পনের আগাম বার্তা জানাবে স্মার্টফোন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৬, ২০১৬

---

photo-Alokito_Bdভূকম্পনে কেঁপে ওঠার ঠিক আগেই স্মার্টফোন বলে দেবে আপনি কাঁপতে চলেছেন। হ্যাঁ, এমন এক নতুন অ্যাপ তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এই অ্যাপটি ভূমিকম্পের আগাম আঁচ বা সেনসর হিসেবে কাজ করে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।

মাই সেক (MyShake) নামের অ্যাপটি স্মার্টফোনের মোশন সেন্সরের মাধ্যমে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং ডয়েচ টেলিকম এজির গবেষকরা। খবর জিনিউজের
এই অ্যাপটির মাধ্যমে কম্পনের কয়েক সেকেন্ড আগে ব্যাপকতা, মাত্রা এবং যাবতীয় তথ্য পৌঁছে যাবে অ্যাপটির ব্যবহারকারীদের কাছে। নেপাল, পেরুর মত ভূমিকম্পপ্রবণ দেশে এই অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থা। এইসব দেশে ভূমিকম্পের জন্য কোনও গ্রাউন্ড বেস সেসমিক নেটওয়ার্ক নেই, অথচ লক্ষাধিক স্মার্টফোন ব্যবহারকারী আছে।
গুগল প্লে স্টোর থেকে ফ্রি-তে ডাউনলোড করা যাবে MyShake নামের এই অ্যাপটি।