অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক : আগামী মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এ আসরকে সামনে রেখে ঘোষিত হলো ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল।
বুধবার মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দলে স্ট্যান্ডবাই হিসেবে আরো চার ক্রিকেটারকে রাখা হয়েছে।
বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২৭ জানুয়ারি ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ জানুয়ারি উদ্বোধনী ম্যাচ দিয়ে ২৭ পর্দা উঠবে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে লড়বে জুনিয়র টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে স্কটল্যান্ড ও নামিবিয়া।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, জাকির হাসান, সাইফ উদ্দিন, শাফিউল হায়েত, মোহাম্মদ আব্দুল হালিম, সাঈদ সরকার, মেহেদি হাসান, সঞ্জিত সাহা, শাওন গাজী, আরিফুল ইসলাম জনি ও জাকের আলী অনিক।
স্ট্যান্ডবাই: রিফাত প্রধান, মুনিম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন সান, কাজী অনিক ইসলাম।