ইরাকে আইএসের হামলায় ১৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে ফালুজার আল হায়াকিল গ্রামে একটি সেনাঘাঁটিতে জঙ্গি সংগঠন আইএসের এক আত্মঘাতি গাড়িবোমা হামলায় ১৩ ইরাকি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৭ জন।
রোববার এ হামলা চালানো হয়।
আল জাজিরা একজন সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, রোববার এ গ্রামে আইএস পরপর তিনটি আত্মঘাতি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।
আইএসের অ্যাকাউন্টে ওই হামলার ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার আগে হামলাকারীদের প্রস্তুতির ছবিও প্রকাশ করা হয়েছে বলে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে জানানো হয়।
ইরাকের সালাউদ্দিন প্রদেশে আইএসের স্ব-স্বীকৃত প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ছবিগুলো প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
ইরাকের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ছবির ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কুয়েতের নাগরিক আবু হাফস, জার্মান নাগরিক আবু ইব্রাহিম, ফিলিস্তিনি নাগরিক আবু আব্দুল আজিজ ও ব্রাইটনের নাগরিক আবু ইউসুফ।