বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সাহিত্য একাডেমির আয়োজনে আজ অদ্বৈত মল্লবর্মণ জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা

প্রান্তিক জীবনের অমর কথাশিল্পি অদ্বৈত মল্লবর্মণনের জন্মশর্তবর্ষ উপলক্ষে আজ ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলননায়তনে  অদ্বৈত মল্লবর্মণ জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছে। তিতাস একটি মগ্নপাঠ শীর্ষক বক্তৃতা দেবেন দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক জাকির তালুকদার। আলোচনায় অংশ নেবেন কথাশিল্পি নূরুদ্দিন জাহাঙ্গীর, প্রাবন্ধিক গবেষক মানবর্দ্বন পাল ও কবি মহিবুর রহিম। সভাপতিত্ব করবেন শান্তনু কায়সার। আলোচনা শেষে নাটক চৌরাস্তা পরিবেশিত হবে।
সাহিত্য একাডেমির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্তন জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।