শুক্রবার, ৯ই নভেম্বর, ২০১৮ ইং ২৫শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

রাজনৈতিক সৌহার্দ্য!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণভবনে একসঙ্গে দেখা গেছে।বুধবার সকাল ১১টা ১০ মিনিটে শুরু হওয়া ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপের ফাঁকে পরস্পরবিরোধী রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এই দুই নেতাকে একটি ফাইল নিয়ে আলোচনা করতে দেখা গেছে। এতে করে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে।

সংলাপে ১৪ দলীয় জোটের প্রতিনিধি দলে শেখ হাসিনা ছাড়া যে ১১ জন রয়েছেন তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দলে ড. কামাল হোসেন ছাড়া রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, আবদুুল মালেক রতন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও এসএম আকরাম।