সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৪ প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে ৪টি প্রস্তাব দিয়েছেন ড. কামাল হোসেন। আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রস্তাবগুলো হলো- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া, ১০ সদস্যের নিরদলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন।
এর আগে সকাল ১১টার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ শুরু হয়। এতে উভয় দলের ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।