রাতের বেলা হাইওয়ের উপর লরিটি দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল, কিন্তু লরির ভিতর……
লরির মধ্যে থেকে উদ্ধার হল চালকের গলাকাটা দেহ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি লরির ভিতর থেকে লরিচালকের দেহটি উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে হুগলীর চণ্ডীতলায়।
জানা গিয়েছে, লরিটি করে লোহার রড নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুর থেকে কলকাতা আসছিল লরিটি। রবিবার রাত ৯টা পর্যন্ত চালকের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল লরি মালিকের। কিন্তু তারপরই থেকেই লরি চালক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। লরি চালকের ফোনটি সুইচড অফ হয়ে যায়।
চালকের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে লরির খোঁজ শুরু করেন লরি মালিক। সোমবার গভীর রাতে লরিটির খোঁজ মেলে। দেখা যায়, চণ্ডীতলার পাঁচঘরায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর লরিটি দাঁড়িয়ে রয়েছে। কলকাতামুখী রাস্তার উপর দাঁড়িয়েছিল লরিটি।
লরিটি খুঁজে পাওয়ার পর চণ্ডীতলার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে তল্লাশি চালাতেই লরির ভিতর থেকে চালকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম কেষ্ট ভাগত। বাড়ি বিহারে।পুলিস জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ওই লরি চালককে। কিন্তু ওই লরি চালককে কেন খুন করা হল? পণ্য ছিনতাই নাকি ব্যক্তিগত আক্রোশ? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।